মজনু : আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়!
আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥
লায়লী : আমার প্রেম যে অনল শিখা জ্বলে তিমির রাতে
পতঙ্গরে পোড়াই আমি নিজেও পুড়ি সাথে।
মজনু : একি ব্যথা একি নেশা
এই কি গো প্রেম গরল-মেশা!
লায়লী : তত আলো দান করে সে যত সে জ্বালায়॥