গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল
অপরূপ ঘনশ্যাম নব তরুণ তমাল॥
বিশাখার পটে আঁকা মধুর নিরুপম
কান্ত ললিতার শ্রীরাধা প্রীতম
রুক্সিণী পতি হরি যাদব ভূপাল॥
যশোদার স্নেহডোরে বাঁধা ননীচোর
নন্দের নয়ন আনন্দ কিশোর
শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল॥
কংস নিসূদন কৃষ্ণ মথুরাপতি
গীতা উদ্গাতা পার্থসারথি
পূর্ণ ভগবান বিরাট বিশাল॥