গিন্নীর চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা।
আর ডাইনের চেয়ে ডুগী ভালো অর্থাৎ কি না বামা॥
একশালা সে দোশালা আচ্ছা, চণ্ডুর চেয়ে গাঁজা,
আর হাতের চেয়ে ভালো, তেনার হাতদিয়ে পান সাজা,
আর ধাক্কার চেয়ে গুঁতো ভালো, উকোর চেয়ে ঝামা॥
টিকির চেয়ে বেণী ভালো, ধূতির চেয়ে শাড়ি,
আর পাঁঠার চেয়ে মুরগি ভালো, থানার চেয়ে ফাঁড়ি
ঠুঁটোর চেয়ে নুলো ভালো, প্যান্ট চেয়ে পায়জামা॥
আর পেয়াদার চেয়ে যম ভালোরে (ভাই), শালের চেয়ে বাঁশ,
আর দাঁড়ির চেয়ে গোফ্ ভালো ভাই আঁটির চেয়ে শাঁস,
আর ছেলের চেয়ে ছালা ভালো (ওগো), ঝুড়ির চেয়ে ধামা॥
পাকার চেয়ে কাঁচা ভালো, কালোর চেয়ে ফরসা
আর পেত্নীর চেয়ে ভূত ভালো ভাই, ছাড়বার থাকে ভরসা,
আর ঝগ্ড়ার চেয়ে কুস্তি ভালো, কাল্লুর চেয়ে গামা॥