পুরুষ : তোমারে চেয়েছি কত যুগ যুগ ধরি প্রিয়া।
স্ত্রী : এসেছি তাই ফিরে পুন পথিকের প্রীতি নিয়া॥
পুরুষ : তোমার নয়নে তাই চাহি ফিরে ফিরে,
স্ত্রী : হের তব ছবি প্রিয় মোর আঁখি নীরে।
উভয়ে : কত জনম শেষে এসেছি ধরণী তীরে
কার অভিশাপে ছিনু হায় চির পাশরিয়া॥
স্ত্রী : আরো প্রিয় আরো হাতে এ নব বাসর রাতে,
পুরুষ : যেয়ো না স্বপন সম মিশায়ে নিশীথ প্রাতে।
স্ত্রী : তারার দীপালি জ্বলে হের গো গগন তলে
পুরুষ : হের শুক্লা একাদশী চাঁদের তরণী দোলে,
উভয়ে : মোদের মিলন হেরি নিখিল ওঠে দুলিয়া॥