দেবতা গো, দ্বার খোলো।
অভিসার নিশি বাহির দুয়ারে দাঁড়ায়ে প্রভাত হ’ল॥
পাষাণের আবরণে তুমি যদি
এমনি গোপন রবে নিরবধি,
বেণুকার সুরে হৃদি যমুনায় কেন এ লহর তোলো॥
আর সহিতে পারি না একা,
প্রাণে কেন দিয়ে আশা এত ভালোবাসা
যদি নাহি দিবে দেখা।
বহিতে পারি না আর এই ভার,
এই ফুল সাজ পূজা-সম্ভার
তুমি দেখা দেও একবার দেখা দেও –
দেখা দিয়ে চিরতরে মোরে ভোলো॥