বসিয়া নদী-কূলে, এলোচুলে কে উদাসিনী
কে এলে, পথ ভুলে, এ অকূলে বন-হরিণী॥
কলসে জল ভরিয়া চায় করুণায় কুল-বধূরা,
কেঁদে যায় ফুলে, ফুলে, পদমূলে, সাঁঝ-তটিনী॥
দলিয়া কত ভাঙা-মন, ও চরণ, করেছ রাঙা
কাঁদায়ে কত না দিল্, এলে নিখিল মন-মোহিনী॥
হারালি গোধূলি-লগন কবি, কোন্ নদী কিনারে,
একি সেই স্বপন-চাঁদ, পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনী॥