মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ সোনার গগনময়। দাও আশিস অভয়, হে দেব জ্যোতির্ময়॥ মিলিল আবার দুইটি প্রাণ কত যুগ পরে, হে ভগবান সার্থক কর, হে মনোহর, এ মিলন অক্ষয় যেন চির-সুখী হয়, হে দেব জ্যোতির্ময়॥