মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা

  • তাল : kaharba

মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা

মোহাম্মদ মোস্তফা সাল্লে আলা
তুমি বাদ্‌শারও বাদ্‌শাহ্‌ কম্‌লিওয়ালা॥

পাপে-তাপে পূর্ণ আঁধার দুনিয়া
হল পুণ্য বেহেশ্‌তী নূরে উজালা॥
গুনাহ্‌গার উম্মত লাগি তব
আজো চয়ন্‌ নাহি, কাঁদিছ নিরালা॥
কিয়ামতে পিয়াসি উম্মত লাগি‘
দাঁড়ায়ে রবে ল‘য়ে তহুরার পিয়ালা॥
জ্বলিবে রোজ হাশরে দ্বাদশ রবি
কাঁদিবে নফ্‌সি বলে সকল নবী
য়্যা উম্মতী য়্যা উম্মতী, একেলা তুমি
কাঁদিবে খোদার পাক আরশ চুমি‘-
পাপী উম্মত ত্রাণ তব জপমালা॥
করে আউলিয়া আম্বিয়া তোমারি ধ্যান
তব গুণ গাহিল খোদ্‌ আল্লাহতালা॥