প্রিয়তম এসো ফিরে

প্রিয়তম এসো ফিরে

প্রিয়তম এসো ফিরে রহিবে কি দূরে দূরে
ভুলি মোরে চিরতরে ভাসাইয়া আঁখি-নীরে॥
আছি বসে পথ চেয়ে
আঁধার এলো যে ছেয়ে
মনের বনের ছায়ে এসো মিলন মধুর সুরে॥
নয়নের মণিহারা
নিভে গেছে শুকতারা
ভেসে আসে কালো মেঘ আমার গগন ঘিরে॥