অনাদরে স্বামী প’ড়ে আছি
অনাদরে স্বামী প’ড়ে আছি আমি তব কোলে তুলে নাও
নিয়ে ধরণীর ধূলি আছি আমি ভুলি’ চরণের ধূলি দাও॥
অনাদিকাল হতে অনন্তলোকে
অনাদিকাল হতে অনন্তলোকে গাহে তোমারি জয়।
আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়॥
অনেক কথা বলার মাঝে
অনেক কথা বলার মাঝে লুকিয়ে আছে একটি কথা।
বলতে নারিসেই কথাটি তাই এ মুখর ব্যাকুলতা॥
অনেক ছিল বলার
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে গো॥
অনেক মানিক আছে শ্যামা
অনেক মানিক আছে শ্যামা তোর কালোরূপ-সাগরজলে
আমার বুকের মানিক কেড়ে রাখ্লি কোথায় দে মা বলে॥
অন্তরে তুমি আছ চিরদিন
অন্তরে তুমি আছ চিরদিন ওগো অন্তর্যামী
বাহিরে বৃথাই যত খুঁজি তা-ই পাই না তোমারে আমি॥
অন্ধকারে এসে তুমি
অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছ চলে।
তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অঙ্গন-তলে॥