ইরানের বুলবুলি কি এলে গোলাপের স্বপ্ন লয়ে
ইরানের বুলবুলি কি এলে পথ ভুলে
গোলাপের স্বপ্ন ল’য়ে সিন্ধু নদী-কূলে।
ইরানের রূপ মহলের শাহজাদী
ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরি! জাগো জাগো শিঁরি।
‘প্রিয়া জাগো’ ব’লে ফরহাদ ডাকে শোনো আজো১ রাতে ধীরি ধীরি॥
ইসলামের ঐ সওদা লয়ে
ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগার।
বদ্নসীব আয়, আয় গুনাহ্গার নূতন করে সওদা কর॥
ইয়া আল্লাহ্ তুমি রক্ষা কর
ইয়া আল্লাহ্ তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন্।
শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুস্লেমিন।
ইয়া মোহাম্মদ
ইয়া মোহাম্মদ, বেহেশত্ হতে খোদায় পাওয়ার পথ দেখাও
এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও॥
ইয়া রাসুলুল্লাহ মোরে রাহ্ দেখাও সেই কাবার
ইয়া রাসুলুল্লাহ! মোরে রাহ্ দেখাও সেই কাবার।
যে কাবা মসজিদে গেলে পাব আল্লার দিদার॥