উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা
উদার অম্বর দরবারে তোরই প্রশান্ত প্রভাত বাজায় বীণা।
শতদল-শুভ্রা পদতল-লীনা, প্রশান্ত প্রভাত বাজায় বীণা॥
উদার ভারত সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান
উদার ভারত! সকল মানবে দিয়াছ তোমার কোলে স্থান।
পার্সি-জৈন-বৌদ্ধ-হিন্দু খ্রিস্টান-শিখ-মুসলমান॥
উপস্থাপকের বক্তব্য
উপস্থাপকের বক্তব্য: [লেডিস্ এ্যান্ড জেন্টেল্ম্যান!
আজ আমাদের এই প্রীতি সম্মিলনে আপনারা যে অনুগ্রহ করে যোগদান করেছেন, তার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সর্ব প্রথমেই আপনাদের অভিবাদন করবেন লোক-প্রিয় হাস্যরসিক শ্রী রঞ্জিত রায়। তিনি পরিবেশন করবেন ‘নাচের চুম্বক’। অর্থাৎ প্রত্যেক শ্রেণীর নৃত্যের সারটুকু। ইয়েস্ রেডি বয়, ওয়ান! টু!!]
উভ্রে যৌবনকো ক্যেঁও কর্ ছিপাউঁ রে
উভ্রে যৌবনকো ক্যেঁও কর্ ছিপাউঁ রে।
প্যারে সাইয়াঁ সে ক্যায়সে বাচাউঁ রে॥
উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার
উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার।
আহমদ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার॥