একি বেদনার উঠিয়াছে ঢেউ
একি বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর ’পারে, নিশীথ-অন্ধকারে।
পূরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে, নিশীথ-অন্ধকারে॥
একি সুরে কোন্ সুরে তুমি গান শুনালে
একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে ভিনদেশী পাখি
এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি॥
এখনো দোলন চাঁপার বনে কুহু পাপিয়া
এখনো দোলন-চাঁপার বনে কুহু পাপিয়া।
প্রিয়া তব নাম লয়ে’ ওঠে ডাকিয়া কুহু পাপিয়া॥
এতো একা চন্দ্র্রমণি সে মানিকের ডালা
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
এতো একা চন্দ্র্রমণি সে মানিকের ডালা।
এবার নবীন মন্ত্রে
এবার নবীন-মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন।
নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন॥
এবার যখন উঠ্বে সন্ধ্যাতারা
এবার যখন উঠবে সন্ধ্যাতারা-সাঁঝ আকাশে
দেখতে পাবে দু’টি নতুন তারা – তাহার পাশে॥
এমন মধুর করে কি
এমন মধুর ক’রে কি তোমারে কেউ ডেকেছিল আগে?
আর কারো কাছে তব রূপ কিগো, এত সুন্দর লাগে?১
এমনি মধুর ক্ষণে প্রিয়তম নাহি পাশে
এমনি মধুর ক্ষণে প্রিয়তম নাহি পাশে।
আকুল পরান মম চম্পা-ফুল-সুবাসে॥
এরি লাগি তপস্যা কি করে আঁধার রাতি
নাটক : ‘মধুমালা’ (স্বপনপরীর গান)
এরি লাগি তপস্যা কি করে আঁধার রাতি॥