এলে কি স্বপন মায়া
এলে কি স্বপন-মায়া আবার আমায় গান গাওয়াতে।
নিদাঘের দগ্ধ জ্বালা করলে শীতল পুব-হাওয়াতে॥
এলো আবার ঈদ ফিরে
এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে।
যাহার আশায় চোখে মোদের ছিল না রে নিদ চলো ঈদগাহে॥
এলো এলেো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি
এলো এলেো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি।
হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি॥
এলো কৃষ্ণ কানাইয়া
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো ঝুলনের সাজে
তারে গোপ বালিকার মালা পরাব আজি এ রাখাল রাজে॥
এলো প্রিয় মন রাঙায়ে
এসো প্রিয়, মন রাঙায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে
মন মাধবী বন দুলায়ে, দুলায়ে, দুলায়ে॥
এলো ফুল দোল ওরে এলো ফুল
এলো ফুল-দোল ওরে এলো ফুল দোল আনো রঙ-ঝারি।
অশোকমঞ্জরি অলকে পরি এসো গোপ-নারী॥
এলো ফুলের মহলে ভ্রমরা গুন্গুনিয়ে
এলো ফুলের মহলে ভ্রমরা গুনগুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
এলো বরষা শ্যাম সরসা প্রিয় দরশা
এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা।
দাদুরি পাপিয়া চাতকী বোলে নব জলধারা-হরষা॥
এলো রে এলো
এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচণ্ডী, চণ্ডী এলো রে এলো ঐ
অসুর সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে
এলো শারদশ্রী কাশ কুসুম বসনা
. গীতি আলেখ্য : ‘শারদশ্রী’
এলো শারদশ্রী কাশ-কুসুম-বসনা রসলোক-বাসিনী