এলো শোকের সেই মোহররম
এলো শোকের সেই মোহররম কারবালার স্মৃতি ল’য়ে।
আজি বেতাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে॥
এলো শ্যামল কিশোর
এলো শ্যামল কিশোর তমাল-ডালে বাঁধো ঝুলনা।
সুনীল শাড়ি পরো ব্রজনারী পরো নব নীপ-মালা অতুলনা॥
এসেছি তব দ্বারে ভক্তি শূন্য প্রাণে
এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে।
করুণাময় প্রভু! কর হে পূর্ণ দানে॥
এসেছে রে অধর্মের আজ শেষ বিচারের দিন
এসেছে রে অধর্মের আজ শেষ বিচারের দিন।
কাপুরুষ মোরা মোদেরি দোষে
এসো আনন্দিতা ত্রিলোক বন্দিতা কর দীপান্বিতা
এসো আনন্দিতা ত্রিলোক-বন্দিতা কর দীপান্বিতা আঁধার অবনি মা।
ব্যাপিয়া চরাচর শারদ অম্বর ছড়াও অভয় হাসির লাবনি মা॥
এসো এসো রস লোক বিহারী
এসো এসো রস-লোক বিহারী এসো মধুকর-দল।
এসো নভোচারী – স্বপন-কুমার এসো ধ্যান-নিরমল॥
এসো কল্যাণী চির-আয়ুষ্মতী
এসো কল্যাণী চির-আয়ুষ্মতী।
তব নির্মল করে ভবন-প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো সতী॥
এসো তুমি একেবারে প্রাণের পাশে
এসো তুমি একেবারে প্রাণের পাশে।
যাও মিশে গো আমার প্রাণে, আমার শ্বাসে॥
এসো নওল কিশোর
এসো নওল কিশোর এসো এসো, লুকায়ে রাখিব আঁখিতে মম।
আমার আঁখির ঝিনুকে বন্দী রহিবে মুকুতা সম॥