এসো মা পরমা শক্তিমতী
এসো মা পরমা শক্তিমতী।
দাও শ্রী দাও কান্তি-আনন্দ-শান্তি অন্তরে বাহিরে দিব্য জ্যোতি॥
এসো মা ভারত
এসো মা ভারত-জননী আবার জগৎ-তারিণী সাজে।
রাজরানী মা’র ভিখারিনী বেশ দেখে প্রাণে বড় বাজে॥
এসো মাধব এসে পিও মধু
এসো মাধব এসে পিও মধু।
এসো মাধবী লতার কুঞ্জ বিতানে (মধু) মাধবী রাতে এসো বঁধু॥
এসো মুরলিধারী বৃন্দাবন
এসো মুরলিধারী বৃন্দাবন-চারী গোপাল গিরিধারী শ্যাম।
তেমনি যমুনা বিগলিত-করুণা কুলু কুলু কুলু স্বরে ডাকে অবিরাম॥
এসো শারদ প্রাতের পথিক
এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে॥
এসো হৃদি রাস মন্দিরে
এসো হৃদি-রাস-মন্দিরে এসো হে রাসবিহারী কালা।
মম নয়নের পাতে রাখিয়াছি গেঁথে অশ্রু-যূথীর মালা॥