এ আঁখি জল

এ আঁখি জল মোছ প্রিয়া ভোলো ভোলো আমারে।
মনে কে গো রাখে তারে (ওগো) ঝরে যে ফুল আঁধারে॥

View

এ কি অপরূপ

এ কি অপরূপ রূপের কুমার হেরিলাম সখি যমুনা কূলে,
তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে॥

View

এ কি অপরূপ যুগল মিলন

নাটক : ‘বিষ্ণুপ্রিয়া’
এ কি অপরূপ যুগল-মিলন হেরিনু নদীয়া ধামে

View

এ কি অপরূপ রূপে মা তোমায়

এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি॥

View

এ কি এ মধু শ্যাম

এ কি এ মধু শ্যাম-বিরহে।
হৃদি-বৃন্দাবনে নিতি রসধারা বহে॥

View

এ কি ঐ ঐ দূরে কর্ণ পাশে জননীরে দেখি

লেটো গান : ‘কর্ণ বধ’

View

এ কি পাণ্ডব জননী তুমি হেথা

লেটো গান : ‘কর্ণ বধ’

View

এ কি হেরি রণভূমে

লেটো গান ; ‘মেঘনাদ বধ’

View

এ কী হাড় ভাঙা শীত

এ কী হাড়-ভাঙা শীত এলো মামা!
যেন সারা গায়ে ঘ’ষে দিচ্ছে ঝামা॥

View

এ কুঞ্জে পথ ভুলি

এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান।
বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান॥

View

এ কোথায় আসিলে হায়

এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি।
হায়, পথ-ভোলা পথিক, হায়, মৃগ মরুচারী॥

View

এ কোন মায়ায়

এ কোন মায়ায় ফেলিলে আমায়
চির জনমের স্বামী –

View

এ কোন্‌ পাগল পথিক ছুটে এলো

এ কোন্‌ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মা’র আঙ্গিনায়।
ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥

View

এ কোন্‌ মধুর শরাব

এ কোন্‌ মধুর শরাব দিলে আল আরাবি সাকি,
নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হল আঁখি॥

View

এ ঘনঘোর রাতে

এ ঘনঘোর রাতে
ঝুলন দোলায় দুলিবে মম সাথে॥

View

এ ঘোর শ্রাবণ

এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
রহি‘ রহি‘ সেই মুখ পড়িছে মনে॥

View

এ ঘোর শ্রাবণ দিন কাটে কেমনে

এ ঘোর শ্রাবণ-দিন কাটে কেমনে,
বলো তুমি বিনে প্রিয়তম মোর,

View

এ জনমে মোদের মিলন হবে না আর

এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার করি মোরা কানাকানি॥

View

এ তো ঘুম নয়

এ তো ঘুম নয় সই নয়ন ভরা রঙিন স্বপনে
আমি যেন হারিয়ে গেছি কোন ফুলবনে

View

এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন

এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন।
নতুন আশায় বুক বাঁধ রে অন্ন-বস্ত্র হীন॥

View

এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর

এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর।
দয়া কর, কথা কও, হ’য়ো না নিঠুর॥

View

এ নহে বিলাস বন্ধু

এ নহে বিলাস বন্ধু ফুটেছি জলে কমল
এ যে ব্যথা রাঙা হৃদয় আঁখি জলে টলমল॥

View

এ বাসি বাসরে

এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে।
কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে॥

View

এই আমাদের বাংলাদেশ

এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ
যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জুড়ানো রূপ অশেষ॥

View

এই কাঞ্চননগরের বাদ্‌শা

নাটক : ‘মধুমালা’

View

Sign in

Sign Up

Forgotten Password