এ কি অপরূপ
এ কি অপরূপ রূপের কুমার হেরিলাম সখি যমুনা কূলে,
তার এ সুনীল লাবনি গলিয়া গলিয়া ঢলিয়া পড়িছে গগন-মূলে॥
এ কি অপরূপ রূপে মা তোমায়
এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি॥
এ কুঞ্জে পথ ভুলি
এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ গাইতে এলে গান।
বসন্ত গত মোর আজ পুষ্প-বিহীন লতিকা-বিতান॥
এ কোন্ পাগল পথিক ছুটে এলো
এ কোন্ পাগল পথিক ছুটে এলো বন্দিনী মা’র আঙ্গিনায়।
ত্রিশ কোটি ভাই মরণ-হরণ গান গেয়ে তাঁর সঙ্গে যায়॥
এ জনমে মোদের মিলন হবে না আর
এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার করি মোরা কানাকানি॥
এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন
এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন।
নতুন আশায় বুক বাঁধ রে অন্ন-বস্ত্র হীন॥
এই আমাদের বাংলাদেশ
এই আমাদের বাংলাদেশ এই আমাদের বাংলাদেশ
যে দিকে চাই স্নিগ্ধ শ্যামল চোখ জুড়ানো রূপ অশেষ॥