ঐ ঘর ভোলানো সুরে
ঐ ঘর ভোলানো সুরে কে গান গেয়ে যায় দূরে।
তার সুরের সাথে সাথে মোর মন যেতে চায় উড়ে॥
ঐ ঘাসের ফুলে মটর শুঁটির ক্ষেতে
ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
আমার এ-মনে-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে॥
ঐ নীল গগনের নয়ন পাতায়
ঐ নীল গগনের নয়ন-পাতায় নাম্ল কাজল কালো মায়া।
বনের ফাঁকে চমকে বেড়ায় তারি সজল আলো ছায়া॥