করুণ কেন অরুণ আঁখি
করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব
হায় সাকি এ আঙ্গুরী খুন নয় ও হিয়ার খুন-খারাব॥
কল কল্লোলে ত্রিংশ
কল-কল্লোলে ত্রিংশ কোটি-কণ্ঠে উঠেছে গান
জয় আর্যাবর্ত, জয় ভারত, জয় হিন্দুস্থান॥
কলঙ্ক আর জোছনায় মেশা
কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কূলের বাঁধ॥
কাঁদিছে তিমির কুন্তলা সাঁঝ
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ আমার হৃদয় গগনে।
এসো প্রিয়া এসো বঁধু-বেশে এই বিদায়-গোধূলি-লগনে॥
কাঁদিতে এসেছি আপনার লয়ে
কাঁদিতে এসেছি আপনার ল’য়ে কাঁদাতে আসিনি হে প্রিয়, তোমারে।
এ মম আঁখি-জল১ আমরি নয়নের২, ঝরিবে না এ জল তোমার দুয়ারে॥
কাঁদিস্ নে আর কাঁদিস্নে মা
চলচ্চিত্র : ‘ধ্রুব’ (ধ্রুবের গীত)
কাঁদিস্ নে আর কাঁদিস্নে মা, আমি মা তোর দুঃখ ঘুচাব।
কাছে আমার নাইবা এলে
কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
নাই কহিলে কথা তুমি ব’লো গানে সুর ভালো॥