কাজলা বিলের শাপ্লা তুইল্যা
কাজলা বিলের শাপ্লা তুইল্যা আনছি গামছা বাইন্দা,
আউলা ক্যেশী কইরে আমার, আমি বেড়াই কাইন্দা॥
কাণ্ডারি গো কর কর পর
কাণ্ডারি গো, কর কর পার এই অকূল ভব-পারাবার।
তোমার চরণ-তরী বিনা, প্রভু পারের আশা নাহি আর॥
কানন গিরি সিন্ধু পার
কানন গিরি সিন্ধু-পার ফির্নু পথিক দেশ-বিদেশ।
ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ॥
কানাই রে কই তোর চূড়া
. নাটক : ‘বিষ্ণুপ্রিয়া’ (নিত্যানন্দ ও নিমাইয়ের গান)
নিত্যানন্দ : কানাই রে কই তোর চূড়া বাঁশরি!
কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
কা’বার জিয়ারতে তুমি কে যাও মদিনায়।
আমার সালাম পৌঁছে দিও নবীজীর রওজায়॥
কার নিকুঞ্জে রাত
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর॥
কারো ভরসা করিসনে তুই
কারো ভরসা করিসনে তুই (ও মন) এক আল্লার ভরসা কর।
আল্লা যদি সহায় থাকেন (ও তোর) ভাবনা কিসের, কিসের ডর॥
কাল কাল করে গেল কতকাল
কাল কাল ক’রে গেল কতকাল কালের নাহিক শেষ।
কাল যাই যথা বন্ধু রে ল’য়ে যাব আমি সেই দেশ॥
কালা আমার নীলাম্বরী
কালা, আমার নীলাম্বরী ভিজিয়ে দিলে যমুনার জলে।
হায়, কি বলিব, ননদীকে, কারণ শুধালে॥