কিশোর গোপ বেশ মুরলিধারী
কিশোর গোপ-বেশ মুরলিধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ।
দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য॥
কিশোরী বাসন্তী ডাকিছে তোমায়
পুরুষ : কিশোরী বাসন্তী ডাকিছে তোমায় ফুলবন।
স্ত্রী : ডাকে হে শ্যাম, তোমায় তাল ও তমাল বন শন্ শন্॥
কী দশা হয়েছে
কী দশা হয়েছে মোদের দেখ্ মা উমা আনন্দিনী।
তোর বাপ হয়েছে পাষাণ গিরি, মা হয়েছে পাগলিনী॥
কী হবে জানিয়া কে তুমি
কী হবে জানিয়া কে তুমি বঁধু, কি তব পরিচয়?
আমি জানি তুমি মোর প্রিয়তম, সুন্দর প্রেমময়॥
কুঁচবরণ কন্যা রে
কুঁচবরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ।
ওরে আমায় নিয়ে যাও রে নদী্ সেই সে কন্যার দেশ রে॥
কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে
পুরুষ : কুনুর নদীর ধারে ঝুনুর ঝুনুর বাজে
বাজে বাজে লো ঘুঙুর কাহার পায়ে।
কুলের আচার নাচার
কুলের আচার নাচার হয়ে আছিস্ কেন শিকায় ঝুলে
কাচের জারে বেচারা তুই মরিস্ কেন ফেঁপে ফু’লে॥
কুল্ মখলুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি
কুল্ মখলুক গাহে হজরত বালাগাল উলা বেকামালিহি।
আঁধার ধরায় এলে আফতাব কাশাফাদ্দুজা বেজামালিহি॥
কুসুম ফুলের মালা গেঁথে
কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে।
অশ্রু দিয়ে গাঁথা মালা রইলো বুকের তলে॥
কুসুম সুকুমার শ্যামল তনু
নাটক : ‘সাবিত্রী’, রাগ : সিন্ধু – কাফি,১ তাল: কাহার্বা
কুসুম-সুকুমার শ্যামল তনু হে ফুল-দেবতা লহ প্রণাম।
কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে
কৃষ্ণ কানাইয়া আয়ো মনমে মোহন মুরলী বাজাও।
কান্তি অনুপম নীল পদ্মসম সুন্দর রূপ দিখাও॥