কেন চঞ্চল অঞ্চল দুলিয়া ওঠে
কেন চঞ্চল অঞ্চল দুলিয়া ওঠে রহি’ রহি’।
মুহু মুহু কুহু কুহু কুহু যে কহে এলে কে বিরহী॥
কেন ঝুলনাতে একেলা দোলে রাইকিশোরী
কেন ঝুলনাতে একেলা দোলে রাইকিশোরী।
বুঝি মেঘের মাঝে হারিয়ে গেল মেঘ-বরণ হরি॥
কেন মনে জাগে উদাসিনী
কেন মনে জাগে উদাসিনী গৌরী উমার স্মৃতি!
আর কত দূরে কত দেরী আনন্দময়ীর আসার তিথি॥
কেন মনোবনে মালতী
কেন মনোবনে মালতী-বল্লরি দোলে- জানি না।
কেন মুকুলিকা ফুটে ওঠে পল্লব-তলে, জানি না॥
কেন মরিতে আসিলাম যমুনায়
কেন মরিতে আসিলাম যমুনায়, ললিতা কেন বিপরীত হেরিলাম।
কৃষ্ণ-যমুনা-জলে কারে ল’য়ে কুতুহলে জল-খেলা করে ঘনশ্যাম॥
কেন হেরিলাম নব ঘনশ্যাম
কেন হেরিলাম নব ঘনশ্যাম কালারে কাল্ কালিন্দী-কূলে।
(সে যে) বাঁশরির তানে সকরুণ গানে ডাকিল প্রেম-কদম্ব মূলে॥