কেমনে থাকিবি ও রে কবরে একলা
লেটো গান : ‘এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?’
কেরানি আর গুরু কাঁধ
কেরানি আর গরুর কাঁধ এই দুই-ই সমান দাদা।
এক্ লাগাড়ে জোয়াল বাঁধা টানছে খেয়ে নুন আদা॥
কেহ বলে তুমি রূপ সুন্দর
কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি!
আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি॥
কোথায় গেলি মাগো
কোথায় গেলি মাগো আমার খেলনা দিয়ে ভুলিয়ে রেখে
ক্লান্ত আমি খেলে খেলে এ সংসারে ও-মা ধুলা মেখে॥
কোথায় তুই খুঁজিস ভগবান্
কোথায় তুই খুঁজিস ভগবান্, সে যে রে তোরই মাঝে রয়,
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোন অতীতের আঁধার ভেদিয়া
কোন অতীতের আঁধার ভেদিয়া আসিলে আলোক-জননী।
প্রভায় তোমার উদিল প্রভাত হেম্-প্রভ হ’ল ধরণী॥
কোন ঘাটে চান করলি
কোন ঘাটে চান করলি কানাই, গামছা কোথা হারালি।
ঐ যমুনার কূলে বসে, কেন বাঁশি বাজালি॥
কোন ফুলেরি মালা
পুরুষ : কোন ফুলেরি মালা দিই তোমার গলে লো প্রিয়া
বুলবুলি গাহিয়া উঠে তব ফুলের পরশ নিয়া
কোন শরতে পূর্ণিমা চাঁদ
কোন শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল।
কে মথিল তব তরে কোন্ সে ব্যথার সিন্ধু-জল॥
কোন সাপিনীর নিশাসে
কোন সাপিনীর নিশাসে আশার বাতি মোর নিভে যায়।
মোর প্রথম প্রেমের ফুল ফুটিতে দিল না, কীটে কাটিল হায়॥
কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল বল
কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল বল।
তোমার পূজার কুসুম-ডালা সাজায় নিতি বনতল॥