কত আর এ মন্দির দ্বার
কত আর এ মন্দির দ্বার, হে প্রিয়, রাখিব খুলি’।
বয়ে যায় যে লগ্নের ক্ষণ, জীবনে ঘনায় গোধূলি॥
কত নিদ্রা যাও রে কন্যা
কত নিদ্রা যাও রে কন্যা জাগো একটুখানি
যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥
কত ফুল তুমি পথে ফেলে দাও
কত ফুল তুমি পথে ফেলে দাও (প্রিয়) মালা গাঁথ অকারণে
আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে॥
কত যুগ যেন দেখিনি
কত যুগ যেন দেখিনি তোমারে দেখি নাই কতদিন।
তুমি যে জীবন, তোমারে না হেরি’ হয়েছিনু প্রাণহীন॥
কত সে জনম
কত সে-জনম কত সে-লোক পার হয়ে এলে, হে প্রিয় মোর।
নিভে গেছে কত তপন-চাঁদ তোমারে খুঁজিয়া, হে মন চোর॥
কথা কও না কেন বৌ
কথা কও না কেন বৌ, আমার মনটা কেমন করছে।
কথা কও না কেন বৌ, আমার প্রাণটা ছেড়ে পড়ছে॥
কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার
কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার।
ভেসে এসে হতে চায় গো আমার গলার হার॥
কথায় বলি অপ্রিয়ে দেখ বিরহের দাবানল
পুরুষ : (কথায়) বলি, অ-প্রিয়ে!
দেখ বিরহের দাবানল জ্বলে গোঁফ-দাড়িতে
কপোত কপোতী উড়িয়া বেড়াই
উভয়ে : কপোত কপোতী উড়িয়া বেড়াই সুদূর বিমানে আমরা দু’জনে।
কানন-কান্তর শিহরি’ ওঠে মোদের প্রণয়-মদির কূজনে॥
কবি সবার কথা কইলে
কবি, সবার কথা কইলে, এবার নিজের কথা কহ।১
(কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ॥