গাহে আকাশ পবন নিখিল ভুবন
গাহে আকাশ পবন নিখিল ভুবন (গাহে) তোমারই নাম।
সাগর নদী বন উপবন (গাহে) তোমারই নাম॥
গিন্নীর চেয়ে শালী ভালো
গিন্নীর চেয়ে শালী ভালো মেসোর চেয়ে মামা।
আর ডাইনের চেয়ে ডুগী ভালো অর্থাৎ কি না বামা॥
গিরিধারী লাল
(গিরিধারী লাল কৃষ্ণ গোপাল যুগে যুগে হ’য়ো প্রিয়
জনমে জনমে বঁধু তব প্রেমে আমারে ঝুরিতে দিও॥
গুণে গরিমায় আমাদের নারী
গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়
রূপে লাবণ্যে মাধুরী ও শ্রীতে হুরী-পরী লাজ পায়॥
গুরুমন্ত্র তোমার উঠল জ্বলে
গুরুমন্ত্র তোমার উঠল জ্ব’লে হোমের শিখার মত।
এক নিমেষে ভষ্ম হ’ল পাপ-তাপ মোর যত॥
গুল বাগিচার বুলবুলি
গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল।
অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল (হায়)॥
গেরুয়া রঙ মেঠো
গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়।
সুরের নেশায় নুয়ে প’ড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়।
গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন
গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।
(যথা) রাখাল-রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥
গোধূলির রং ছড়ালে কে গো
গোধূলির রং ছড়ালে কে গো আমার সাঁঝগগনে।
মিলনের বাজে বাঁশি আজি বিদায়ের লগনে॥
গোধূলির শুভ লগন
গোধূলির শুভ লগন এনে সে কেন বিদায়ের বাঁশি বাজায়।
ওর মিলনের মালা ভালো লাগে না বুঝি গো, ও-শুধু বিরহের অশ্রু চায়॥
গোলাপ ফুলের কাঁটা আছে
গোলাপ ফুলের কাঁটা আছে সে গোলাপ শাখায়,
এনেছি ছিঁড়ে তায় রাতুল পরাতে তোমায় খোঁপায়।