চল্ রে কাবার জিয়ারতে
চল্ রে কাবার জিয়ারতে, চল্ নবীজীর দেশ।
দুনিয়াদারির লেবাস খুলে পর্ রে হাজির বেশ॥
চাঁদিনী রাতে কানন
চাঁদিনী রাতে কানন-সভাতে আপন হাতে গাঁথিলে মালা।
সয়েছি বুকে নিবিড় সুখে তোমারি হাতের সূচীর জ্বালা॥
চাঁদের কন্যা চাঁদ সুলতানা
চাঁদের কন্যা চাঁদ সুলতানা, চাঁদের চেয়েও জ্যোতি।
তুমি দেখাইলে মহিমান্বিতা নারী কী শক্তিমতী॥
চাঁদের পিয়ালাতে আজি জোছনা
চাঁদের পিয়ালাতে আজি জোছনা-শিরাজি ঝরে।
ঝিমায় নেশায় নিশীথিনী সে-শরাব পান ক’রে॥
চাঁদের মত নীরবে এসো প্রিয়
চাঁদের মত নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
ঘুম হয়ে পরশ দিও হে প্রিয়, নয়ন-পাতে॥
চাঁদের মতন রূপ
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়।
অপরূপ সে হল তোমার চিবুক গালের টোল খাওয়ায়॥
চাঁপা রঙের শাড়ি আমার
চাঁপা রঙের শাড়ি আমার যমুনা-নীর ভরণে গেল ভিজে।
ভয়ে মরি আমি, ঘরে ননদী, কহিব শুধাইলে কি যে॥
চাঁপার কলির তুলিকায়
চাঁপার কলির তুলিকায়, কাজল লেখায় শ্রীমতী শ্রীহরির ছবি আঁকে।
রাই ছবি আঁকে পটে গো, যারে হেরে নিতি গোঠে যেতে