চায়ের পিয়াসি পিপাসিত
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক-দল।
দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল॥
চিকন কালো বেদের কুমার
চিকন কালো বেদের কুমার কোন্ পাহাড়ে যাও?
কোন্ বন-হরিণীর পরান নিতে বাঁশরি বাজাও?
চিরদিন পূজা নিয়েছ দেবতা
চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে।
বৃথাই কেঁদেছি বৃথাই সেধেছি সহেছি দুঃখ শোক নীরবে॥
চীন ও ভারতে মিলেছি
কোরাস : চীন ও ভারতে মিলেছি আবার মোরা শত কোটি লোক।
চীন ভারতের জয় হোক! ঐক্যের জয় হোক! সাম্যের জয় হোক।
চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি
চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি,
আমার গায়ে ঢ’লে প’ড়ে কুলে দিলে কালি॥
চুরি করে এনো
চুরি ক’রে এনো গিরি, আমার উমার দুই কুমারে।
দেখ্ব তখন ভোলা মেয়ে কেমন ভু’লে থাকতে পারে॥
চুড়ি কিঙ্কিনী রিনি রিন
চুড়ি কিঙ্কিনী রিনি রিন ঝিনি বীণ বাজায়ে চলে
শুনি নদীর নীল জলে জোয়ার উথলে॥
চেয়ো না সুনয়না
চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে॥
চৈত্র পূর্ণিমা রাত্রি
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী কানন মধুক্ষরা।
মধুর আনন্দ উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা॥
চোখের নেশার ভালোবাসা
চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো
জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
চোখের বাঁধন খুলে দে মা
চোখের বাঁধন খুলে দে মা খেলব না আর কানামাছি।
আমি মার খেতে আর পারি না মা এবার বুড়ি ছুঁয়ে বাঁচি॥