চক্র সুদর্শন ছোড়কে মোহন
চক্র-সুদর্শন ছোড়কে মোহন তুম ব্যনে বনওয়ারী।
ছিন লিয়ে হ্যয় গদা-পদম্ সব মিল করকে ব্রজনারী॥
চঞ্চল ঝর্না সম হে প্রিয়তম
চঞ্চল ঝর্না সম হে প্রিয়তম আসিলে মোর জীবনে।
নীরব মনে উপবন মর্মরি’ উঠিল অধীর হরষণে॥
চঞ্চল সুন্দর নন্দকুমার গোপী
চঞ্চল সুন্দর নন্দকুমার গোপী চিতচোর প্রেম্ মনোহর নওল কিশোর।
বাজতহি মন্মে বাঁশুরি কি ঝন্কার, নন্দকুমার নন্দকুমার নন্দকুমার॥
চঞ্চল হিয়া বারে বারে হায় যারে চায়
চঞ্চল হিয়া বারে বারে হায় যারে চায়
তারে নাহি যে পায় তাই সে কেঁদে সুধায়