ছি ছি ভ্রমর লাজ লাগে না
ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে।
তোমায় দেখে অঙ্গ জ্বলে, কি আশায় এখানে এলে॥
ছি ছি সই সে কালা বই
ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর।
দরশন পেলি না তাঁর, কুঞ্জে আসা হলো সার॥
ছোটাসা দেওরা তরহাদার
ছোটাসা দেওরা তরহাদার – আয়ে মেয় সদ্কে জাউঁ।
বাঁকা ছাবিলা হেয় উয়ো ইয়ার – এয় মেয় সদ্কে জাউঁ॥