ডাক্তে তোমায় পারি
ডাক্তে তোমায় পারি যদি আড়াল থাক্তে পারবে না
এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না॥
ডাল মেল পত্র মেল ওরে তরুলতা
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা!
কইতে পার, কইতে পার আমার প্রাণের বনধু গেল কোথা (রে)॥
ডুবু ডুবু ধর্ম তরী
ডুবু ডুবু ধর্ম-তরী, ফাট্ল মাইন সর্দা’র
সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার॥
ডেকো না আর দূরের প্রিয়া
ডেকো না আর দূরের প্রিয়া থাকিতে দাও নিরালা।
কি হবে হায় বিদায়-বেলায় এনে সুধার পিয়ালা॥