তিয়াসের জল লইয়া

তিয়াসের জল লইয়া আসার আশায় ব’সে আছি।
ফুলের পাত্রে রাখলাম মধু, এলো না মৌমাছি॥

View

তু যা যা যা যারে পাখি

লেটো গান : ‘বনের মেয়ে পাখি’

View

তুই কালি মেখে জ্যোতি ঢেকে

তুই কালি মেখে জ্যোতি ঢেকে পারবি না মা ফাঁকি দিতে।
ঐ অসীম আঁধার হয় যে উজল মা, মো তার ঈষৎ চাহনিতে॥

View

তুই কে ছিলি

তুই কে ছিলি তাই বল?
কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥

View

তুই জগত-জননী শ্যামা

তুই জগত-জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া,
কোন্ দোষে মা তুই থাকিতে আমি চির মাতৃহারা॥

View

তুই পাষাণ গিরি মেয়ে

তুই পাষাণ গিরি মেয়ে হ’লি পাষাণ ভালোবাসিস্‌ ব’লে।
মা গ’রবে কি তোর পাষাণ-হৃদয় তপ্ত আমার নয়ন-জলে॥

View

তুই বলহীনের বোঝা রহিস্‌

তুই বলহীনের বোঝা রহিস্‌ যেথায় ভৃত্য হ’য়ে।
যথা, দাসী হয়ে করিস্‌ সেবা, যা মা সেথায় ল’য়ে

View

তুই মা হবি

(তুই) মা হ’বি না মেয়ে হ’বি দে মা উমা ব’লে
তুই আমারে কোল্‌ দিবি, না আমিই নেব কোলে॥

View

তুম প্রেমকে হো ঘনশ্যাম

তুম প্রেমকে হো ঘনশ্যাম মেয় প্রেম কি শ্যাম-প্যারী।
প্রেমকা গান তুমহারে দান মেয় হুঁ প্রেম-ভিখারি॥

View

তুমি অনেক দিলে খোদা

তুমি অনেক দিলে খোদা, দিলে অশেষ নিয়ামত –
আমি লোভী, তাইতো আমার মেটে না হসরত॥

View

তুমি আঘাত দিয়ে মন ফেরোবে

তুমি আঘাত দিয়ে মন ফেরোবে এই কি তোমার আশা?
আমার যে নাথ অনন্ত সাধ, অনন্ত পিপাসা॥

View

তুমি আনন্দ ঘনশ্যাম

তুমি আনন্দ ঘনশ্যাম আমি প্রেম-পাগলিনী রাধা।
তব ডাক শুনে ছুটে যাই বনে আমি না মানি কুলের বাধা॥

View

তুমি আনমনে গেলে চলিয়া

তুমি আনমনে গেলে চলিয়া জানো না গো কারে দলিয়া।
তুমি জানো না কার পূজা-সম্ভার ভাসালে তটিনী গলিয়া॥

View

তুমি আমার চোখের বালি

তুমি আমার চোখের বালি, ওগো বনমালি।
আমার চোখে পড়ল কখন, তোমার রূপের কালি॥

View

তুমি আমার সকাল বেলার সুর

তুমি আমার সকাল বেলার সুর
হৃদয় অলস-উদাস-করা অশ্রু ভারাতুর॥

View

তুমি আমারে কাঁদাও

তুমি আমারে কাঁদাও নিজেরে আড়াল রাখি’,
তুমি চাও আমি নিশি-দিন যেন তব নাম ধরে ডাকি॥

View

তুমি আমায় ভালোবাস তাই

তুমি আমায় ভালোবাস তাই তো আমি কবি
আমার এ রূপ সে যে তোমার ভালোবাসার ছবি॥

View

তুমি আমায় যবে জাগাও

তুমি আমায় যবে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে
মোর হাত দু’টি হয় লীলায়িত নমস্কারের ভঙ্গিতে॥

View

তুমি আরেকটি দিন থাকো

তুমি আরেকটি দিন থাকো।
হে চঞ্চল, যাবার আগে মোর মিনতি রাখো॥

View

তুমি আশা পুরাও খোদা

তুমি আশা পুরাও খোদা, সবাই যখন নিরাশ করে।
সবাই যখন পায়ে ঠেলে, সান্ত্বনা পাই তোমায় ধ’রে॥

View

তুমি এতদিনে মরণ টানে টানলে

নাটক : ‘মধুমালা’

View

তুমি এলে কে গো

তুমি এলে কে গো চির-সাথী আবেলাতে
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে।

View

তুমি কাঁদাইতে ভালোবাস

তুমি কাঁদাইতে ভালোবাস আমি তাই নিশিদিন কাঁদি। (শ্যাম)
তুমি নিত্য নূতন বেদনার ডোরে রেখেছ আমারে বাঁধি। (বঁধু)

View

তুমি কি আসিবে না

তুমি কি আসিবে না
বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে যবে হেনা॥

View

তুমি কি দখিনা পবন

তুমি কি দখিনা পবন
দুলে ওঠে দেহলতা

View

Sign in

Sign Up

Forgotten Password