তৌহিদেরি বান ডেকেছে
তৌহিদেরি বান ডেকেছে সাহারা মরুর দেশে
দুনিয়া জাহান ডুবু-ডুবু সেই স্রোতে যায় ভেসে॥
তৌহিদেরি মুর্শিদ আমার
তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম।
ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম-
ত্রাণ কর মওলা মদিনার
ত্রাণ কর মওলা মদিনার, উম্মত তোমার গুনাহ্গার কাঁদে।
তব প্রিয় মুসলিম দুনিয়ার পড়েছে আবার গুনাহের ফাঁদে॥
ত্রিজগত আলো করে
ত্রিজগত আলো করে আছে কালো মেয়ের পায়ের শোভা।
মহাভাবে বিভোর শংকর, ঐ পা জড়িয়ে মনোলোভা॥
ত্রিভুজনের প্রিয় মোহাম্মদ
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস দেখ্বি যদি আয়॥
ত্রিভুবনবাসী যুগল মিলন দেখরে দেখ
ত্রিভুবনবাসী যুগল মিলন দেখরে দেখ চেয়ে
পাহাড়ি বাবার পাশে রাজদুলালী মেয়ে॥