তওফিক দাও খোদা
তওফিক দাও খোদা ইসলামে মুসলিম্ জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সালতানত্ দাও সেই বাহু সেই দিল্ আজাদ॥
তব চরণ প্রান্তে মরণ বেলায় শরণ দিও
তব চরণ-প্রান্তে মরণ-বেলায় শরণ দিও, হে প্রিয়।
তুমি মুছায়ে ক্লান্তি, ঘুছায়ে শান্তি (প্রাণে) শান্তি বিছায়ে দিও॥
তব চলার পথে আমার গানের ফুল
তব চলার পথে আমার গানের ফুল ছড়িয়ে যাই গো।
তারা ধুলায় প’ড়ে কেঁদে বলে ‘তোমার পরশ (আল্তা) হ’তে চাই গো॥
তব বাঁশরি কি হরি শুনিতে পাব না
তব বাঁশরি কি হরি শুনিতে পাব না পাশরিয়া আছি বরে।
তব রাস উৎসবে ভিখারির মত বসে আছি পথ তলে॥
তব মাধবী লীলায় কর মোরে সঙ্গী
তব মাধবী-লীলায় কর মোরে সঙ্গী (হে বন-লক্ষ্মী)।
তব অপাঙ্গে হইব ভ্রূভঙ্গি॥
তব মুখখানি খুঁজিয়া ফিরি
তব মুখখানি খুঁজিয়া ফিরি গো সকল ফুলের মুখে
ফুল ঝ’রে যায় তব স্মৃতি জাগে কাঁটার মতন বুকে॥
তরুণ প্রেমিক প্রণয়
তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়।
ওগো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়॥
তারকা নূপুরে নীল নভে
তারকা-নূপুরে নীল নভে ছন্দ শোন্ ছন্দিতার।
সৃষ্টিময় বৃষ্টি হয় নৃত্য সেই নন্দিতার॥
তিমির বিদারী অলখ বিহারী
তিমির-বিদারী অলখ-বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ
টুটিল আগল নিখিল পাগল সর্বসহা আজি সর্বজয়ী॥