দুঃখ অভাব শোক দিয়েছ
দুঃখ অভাব শোক দিয়েছ হে নাথ তাহে দুঃখ নাই
তুমি যেন অন্তরে মোর বিরাজ করো সর্বদাই॥
দুঃখ সাগর মন্থর
দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয়
কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥
দুখের সাহারা পার হয়ে
দুখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে।
পড়িব নামাজ মা’রফাতের আরফাত ময়দানে॥
দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে
দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে অধীর আনন্দে
তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে॥
দুর্গতি নাশিনী আমার শ্যাম
দুর্গতি-নাশিনী আমার শ্যাম মায়ের চরণ ধর।
ঘোর বিপদে তরে যাবি মাকে বারেক স্মরণ কর॥
দুর্গম গিরি কান্তার-মরু
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥
দূর আজানের মধুর ধ্বনি
দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে।
এ কী খুশির অধীর তরঙ্গ উঠ্লো জেগে’ প্রাণের কিনারে॥
দূর আরবের স্বপন
দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে।
বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥
দূর দ্বীপ বাসিনী
দূর দ্বীপ-বাসিনী, চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দভাষিণী॥