দীনের হতে দীন

দীনের হতে দীন দুঃখী অধম যেথা থাকে
ভিখারিনী বেশে সেথা দেখেছি মোর মাকে

View

দীপ নিভিয়াছে ঝড়ে

দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি।
কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’

View

দীপক মালা গাঁথ গাঁথ সই

দীপক-মালা গাঁথ গাঁথ সই।
মাধব আসে পারিজাত কই॥

View

দুঃখ অভাব শোক দিয়েছ

দুঃখ অভাব শোক দিয়েছ হে নাথ তাহে দুঃখ নাই
তুমি যেন অন্তরে মোর বিরাজ করো সর্বদাই॥

View

দুঃখ কি ভাই হারানো সুদিন

‘বোধন’

View

দুঃখ ক্লেশ শোক পাপ

দুঃখ-ক্লেশ-শোক-পাপ-তাপ শত
শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও॥

View

দুঃখ সাগর মন্থর

দুঃখ সাগর মন্থন শেষ ভারতলক্ষ্মী আয় মা আয়
কবে সে ডুবিলি অতল পাথারে উঠিলি না আর হায় মা হায়॥

View

দুখের কথা শুনাই কারে

দুখের কথা শুনাই কারে ওমা জগদম্বা
বলতে গেলে দম ফুরাবে ফর্দ বেজায় লম্বা!

View

দুখের সাথী গেলি চলে

চলচ্চিত্র : ‘পাতালপুরী’

View

দুখের সাহারা পার হয়ে

দুখের সাহারা পার হয়ে আমি চলেছি কাবার পানে।
পড়িব নামাজ মা’রফাতের আরফাত ময়দানে॥

View

দুধে আলতায় রং যেন তার

দুধে আলতায় রং যেন তার সোনার অঙ্গ ছেয়ে
(সে) ভিন্‌ গেরামের মেয়ে।

View

দুপুর বেলাতে একলা পথে

দুপুর বেলাতে একলা পথে,
ও কে হেলিয়া দুলিয়া চলিয়া যায়।

View

দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান

‘মার্চের সুর’

View

দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে

দুরন্ত বায়ু পূরবইয়াঁ বহে অধীর আনন্দে
তরঙ্গে দুলে আজি নাইয়া রণ-তুরঙ্গ-ছন্দে॥

View

দুর্গতি নাশিনী আমার শ্যাম

দুর্গতি-নাশিনী আমার শ্যাম মায়ের চরণ ধর।
ঘোর বিপদে তরে যাবি মাকে বারেক স্মরণ কর॥

View

দুর্গম গিরি কান্তার-মরু

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥

View

দুর্গম দূর পথে চল্‌ যাত্রী

দুর্গম দূর পথে চল্‌ যাত্রী
ভয় নাহি, নাহি ভয় বলো যাত্রী॥

View

দুর্জয় অভিমান ত্যজ ত্যজ রাধে

দুর্জয় অভিমান ত্যজ ত্যজ রাধে
মুরলিধারী পায়ে ধরে সাধে॥

View

দুলিবি কে আয় মেঘের দোলায়

দুলিবি কে আয় মেঘের দোলায়।
কুসুম দোলে পাতার কোলে পূবালী হাওয়ায়॥

View

দুলে আলো শতদল

দুলে আলো-শতদল টলমল টলমল।
চল লো মেলি’ পাখা রঙীন লঘু চপল॥

View

দুলে চরাচর হিন্দোল দোলে

দুলে চরাচর হিন্দোল-দোলে
বিশ্বরমা দোলে বিশ্বপতি-কোলে॥

View

দুহাতে ফুল ছড়ায়ে

নাটক : ‘হরপার্বতী’ (কন্দর্পের গান)
দু’হাতে ফুল ছড়ায়ে মন রাঙায়ে ধরায় আসি।

View

দূর আজানের মধুর ধ্বনি

দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে।
এ কী খুশির অধীর তরঙ্গ উঠ্‌লো জেগে’ প্রাণের কিনারে॥

View

দূর আরবের স্বপন

দূর আরবের স্বপন দেখি বাংলাদেশের কুটির হতে।
বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥

View

দূর দ্বীপ বাসিনী

দূর দ্বীপ-বাসিনী, চিনি তোমারে চিনি।
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দভাষিণী॥

View

Sign in

Sign Up

Forgotten Password