দোল ফাগুনের দোল লেগেচে
দোল ফাগুনের দোল লেগেচে, আমের বোলে দোলন-চাঁপায়।
মৌমাছিরা পলাশ-ফুলের গেলাশ ভ’রে মউ পিয়ে যায়॥
দোলন চাঁপা বনে দোলে
দোলন-চাঁপা বনে দোলে দোল্-পূর্ণিমা-রাতে চাঁদের সাথে।
(শ্যাম) পল্লব-কোলে যেন দোলে রাধা লতার দোলনাতে॥
দোলে জুলন দোলায়
দোলে ঝুলন দোলায় দোলে নওল কিশোর গিরিধারী হরষে॥
মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে॥
দোলে নিতি নব রূপের ঢেউ
দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার ঘনশ্যাম তোমারি নয়নে।
আমি হেরি যে নিখিল বিশ্বরূপ-সম্ভার তোমারি নয়নে॥
দোলে প্রাণের কোলে
দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।
সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা॥
দোলে বন তমালের ঝুলনাতে
দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর
চাঁদে দুঁহু দোঁহার মুখপানে চন্দ্র ও চকোর,
দোষ দিয়ো না প্রবীণ
দোষ দিয়ো না প্রবীণ জ্ঞানী হেরি’ খারাব শারাব-খোর।
তাহার যে পাপ তারি একার, হয় না লেখা নামে তোর॥
দোহাই তোদের এবার তোরা সত্যি করে সত্য বল্
দোহাই তোদের! এবার তোরা সত্যি করে সত্য বল্।
ঢের দেখাবি ঢাক ঢাক গুড় গুড় ঢের মিথ্যা ছল॥
দ্বীনের নবীজি শোনায় একাকী
দ্বীনের নবীজি শোনায় একাকী কোরানের মধু-বাণী।
আয়েশা খাতুন শোনেন বসিয়া, নয়নে ঝরিছে পানি॥
দ্যাখো হিন্দুস্থান সায়েব মেমের
দ্যাখো হিন্দুস্থান সায়েব মেমের, রাজা আংরেজ হারেম-খোর।
ওদের পোশাকের চেয়ে অঙ্গই বেশি, হাঁটু দেখা যায় হাঁটিলে জোর