ফাগুন রাতের ফুলেল নেশায়
ফাগুন-রাতের ফুলের নেশায় আগুন জ্বালায় জ্বলিতে আসে।
যে-দীপশিখায় পুড়িয়া মরে পতঙ্গ ঘোরে তাহারি পাশে॥
ফিরদৌসের শিরনি এলো
ফিরদৌসের শিরনি এলো ঈদের চাঁদের তশতরীতে।
লুট ক’রে নে বনি আদম ফেরেশ্তা আর হুপরীতে॥
ফিরি করে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম
ফিরি ক’রে ফিরি আমি আল্লাহ্ নবীর নাম।
দেশ-বিদেশে পথে ঘাটে হাঁকি সুব্হ-শাম॥
ফিরি পথে পথে মজনুঁ দীওয়ানা হয়ে
ফিরি পথে পথে মজনুঁ দীওয়ানা হয়ে।
বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক ল’য়ে॥
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে
ফিরিয়া যদি সে আসে আমার খোঁজে ঝরা গোলাবে।
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে॥
ফিরিয়ে দে মা
ফিরিয়ে দে মা ফিরিয়ে দে (ও মা) ফিরিয়ে দে মোর হারানিধি।
(তুই) দিয়ে নিধি নিলি কেড়ে মা তোর এর কোন নিঠুর বিধি॥
ফিরে আয় ওরে
ফিরে আয় ওরে ফিরে আয় শূন্য এ বুকে ফিরে আয়।
সন্ধ্যা ঘনায় তুই কোথা হায় ওরে পাখি, মোর নীড়ে আয়॥
ফিরে এলো সেই কৃষ্ণাষ্টমী
ফিরে এলো সেই কৃষ্ণাষ্টমী তিথি, হে শঙ্খচক্রধারী!
তোমার মাভৈঃ অভয় আকাশবাণী, কেন নাহি শুনি? হে মুরারি!!
ফুট্লো যেদিন ফাল্গুনে
ফুট্লো যেদিন ফাল্গুনে, হায়, প্রথম গোলাপ-কুঁড়ি
বিলাপ গেয়ে বুলবুলি মোর গেল কোথায় উড়ি॥
ফুট্লো সন্ধামণির ফুল
ফুট্লো সন্ধামণির ফুল আমার মনেরি আঙিনায়
ফুল-ফোটাতে কে এলে ফুল ঝরানো সাঁঝ-বেলায়॥