ব্যথিত প্রাণে দানো
ব্যথিত প্রাণে দানো শান্তি, চিরন্তন, ধ্রুব-জ্যোতি।
দুখ-তাপ-পীড়িত-শোকার্ত এই চিত যাচে তব সান্ত্বনা ত্রিভুবন-পতি॥
ব্রজ বনের ময়ূর
ব্রজ-বনের ময়ূর! বল কোন্ বনে শ্যামের নূপুর বাজে।
ওরে গোঠের ধেনু! কোথায় বাজে বেণু
ব্রজপুর চন্দ্র পরমসুন্দর
ব্রজপুর-চন্দ্র পরমসুন্দর, কিশোর লীলা-বিলাসী
সখি গো, আমি তা’রই চিরদাসী।
ব্রজবাসী মোরা এসেছি মথুরা
ব্রজবাসী মোরা এসেছি মথুরা, দ্বার ছেড়ে দাও দ্বারী।
মথুরার রাজা হ’য়েছে মোদের কানাই গোঠ বিহারী॥
ব্রজশ্যাম হে আর জনমে হয়ো রাধা
লেটো গান : ‘এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?’
ব্রজশ্যাম হে, আর জনমে হয়ো রাধা।
ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে
ব্রজের দুলাল ব্রজে আবার আসবে ফিরে কবে?
জাগবে কি আর ব্রজবাসী ব্যাকুল বেণুর রবে?