বন মল্লিকা ফুটিবে যখন
বন-মল্লিকা ফুটিবে যখন গিরি-ঝর্নার তীরে।
সেই চৈতালী গোধূলি-লগনে এসো তুমি ধীরে ধীরে –
বনদেবী জাগো সহকার করে
বনদেবী জাগো সহকার-করে বাঁধো বল্লরী-কঙ্কণ।
আকাশে জাগাও তব নব কিশলয়-কেতন-কম্পন॥
বনে মোর ফুটেছে
বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি।
এসো এসো কুসুম সুকুমার শীতের মায়া-কুহেলি অবহেলি’॥
বনে মোর ফুল ঝরার বেলা
বনে মোর ফুল-ঝরার বেলা, জাগিল একি চঞ্চলতা। (অবেলায়)
এলো ঐ শুকনো ডালে ডালে কোন অতিথির ফুল-বারতা। (এলো ঐ)
বন্ধু আজো মনে রে পড়ে
বন্ধু, আজো মনে রে পড়ে আম কুড়ানো খেলা।
আম কাড়ুাইবার যাইতাম দুইজন নিশি-ভোরের বেলা॥
বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে
বন্ধু আমার হারিয়ে গেছে অন্ধকারে
সে দিন হতে তািই বাঁশরি আর বাজে না রে॥