বলেছিলে তুমি তীর্থ
বলেছিলে তুমি তীর্থ আসিবে আমার তনুর তীরে।
তুমি আসিলে না, (হায়!) আশার সূয ডুবিল সাগর-নীরে॥
বলেছিলে তুমি ভালোবাস মোরে
বলেছিলে তুমি ভালোবাস মোরে, মোর হাতখানি ধ’রে।
সেই দুটি কথা ভুলিতে পারি না, নিশিদিন মনে পড়ে॥
বল্ মা শ্যামা
বল্ মা শ্যামা বল্ তোর বিগ্রহ কি মায়া জানে।
আমি যত দেখি তত কাঁদি ঐ রূপ দেখি মা সকলখানে।।
বসন্ত আজ আসল ধরায়
বসন্ত আজ আসল ধরায় ফুল ফুটেছে বনে বনে।
শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন-বনে॥