বহু পথে বৃথা ফিরিয়াছি
বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু হইব না আর পথহারা
বন্ধু স্বজন সব ছেড়ে যায় তুমি একা জাগো ধ্রুবতারা॥
বাঁকা ছুরির মত বেঁকে উঠল
বাঁকা ছুরির মত বেঁকে উঠল যে তোর আঁখি রে।
ওরে বেদের দুলাল আমার সাথে সাপ খেলাবি নাকি রে।
বাঁকা শ্যাম হে তোমায় পেয়েছি
(বাঁকা) শ্যাম হে তোমায় পেয়েছি আজ খুঁজে।
মথুরাতে ঠেকে আছ শ্রীকুবুজার কুঁজে॥
বাঁকে ছায়লা সাঁওরিয়া
বাঁকে ছায়লা সাঁওরিয়া আওরে মোরি স্যুনি পড়ি হেয় সেজরিয়া,
যব্সে বসে তুম সৌতানা নাগরিয়া কবহুঁনা লিনি মেরি খবরিয়া।
বাঁধিব তোমায় কুসুম বাঁধনে
রাধা : বাঁধিব তোমায় কুসুম বাঁধনে তমাল তলে।
কৃষ্ণ : নিদয়া প্রিয়া কি হবে কাঁদায়ে খেলার ছলে॥
বাঁধিয়া দুইজনে
বাঁধিয়া দুইজনে দুঁহু ভুজ বন্ধনে কাঁদিছে শ্যাম রাই।
মিলনের মাঝে এত বেদনা যে বাজে গো – দেখি নাই, শুনি নাই॥
বাঁশরি বাজে দূর বন মাঝে
বাঁশরি বাজে দূর বন মাঝে উদাস সুরে ঝুরে ঝুরে।
আয় আয় প্রেম-যমুনায় কূল ছেড়ে আয় আয় আয় আয় অকূলে॥
বাঁশি কে বাজায় বনে
বাঁশি কে বাজায় বনে আমি চিনি আমি চিনি,
কলসে কাঁকন চুড়ি তাল দিয়ে কয় গো রিনিঝিনি।
বাঁশির কিশোর
বাঁশির কিশোর ব্রজগোপী চিত-চোর এসো এসো গোকুলে ফিরে।
তোমা বিনা গোপী সখা ঘিরিল গোকুল ঘোর ঘর-তিমিরে॥
বাঁশির কিশোর লুকায়ে হেরিছে একেলা
বাঁশির কিশোর লুকায়ে হেরিছে একেলা।
পিয়াল বনের পথে নিরালা সাঁঝের বেলা॥