বাহির দুয়ার মোর বন্ধ
বাহির দুয়ার মোর বন্ধ হে প্রিয় মনের দুয়ার আছে খোলা,
সেই পথে এসো হে মোর চিত-চোর – হে দেবতা পথ ভোলা॥
বিকাল বেলার ভূঁইচাঁপা
বিকাল বেলার ভূঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
কারে কোথায় দেব আসন তাই ভাবি নিতুই॥
বিকেল বেরকী চম্পা আউর
বিকেল বেরকী চম্পা আউর সবেরা কি যুঁইন।
কিস্কো কহাঁ রাখুঁ য়্যহী সোচ্না হর্য়্যেক দিন॥
বিজলি খেলে আকাশে কেন
বিজলি খেলে আকাশে কেন – কে জানে গো কে জানে।
কোন্ চপলের চকিত চাওয়া চমকে বেড়ায় দূর বিমানে॥
বিজয়ার পর দেখা হল ভায়া
১ম বৃদ্ধ : বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি।
২য় বৃদ্ধ : হয়েছে হয়েছে ছাড় ছাড় দাদা ভুঁড়ি চাপা পড়ে মরি॥
বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি
‘হাসি-রাশি’
১ম বৃদ্ধ : বিজয়ার পর দেখা হল ভায়া এসো কোলাকুলি করি।
বিদায় সন্ধ্যা আসিল
বিদায়-সন্ধ্যা আসিল ঐ ঘনায় নয়নে অন্ধকার।
হে প্রিয়, আমার, যাত্রা-পথ অশ্রু-পিছল করো না আর॥
বিদেশী অতিথি সিন্ধু পারে
পুরুষ : বিদেশী অতিথি সিন্ধু পারে পথহারা ফিরি দ্বারে দ্বারে।
স্ত্রী : বাইরে হিম ঝরে ঝিম্ ঝিম্ ঝিম্ বন্ধু এসো এপারে॥
বিরহের গুল্বাগে মোর
বিরহের গুল্বাগে মোর ভুল ক’রে আজ ফুটলো কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে এলে কি বুল্বুল্॥