মন কার কথা ভেবে এমন উদাস করে
মন কার কথা ভেবে এমন উদাস করে।
দেখেছি ভোর বেলাতে স্বপ্নে কা’রে, জেগে তায় মনে নাহি পড়ে॥
মন জপ নাম
মন জপ নাম শ্রীরঘুপতি রাম নব দূ্র্বাদলশ্যাম নয়নাভিরাম।
সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥
মন দিয়ে যে দেখি
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে নয়ন দিয়ে।
পরান আছে বিভোর হয়ে তোমার নামের ধেয়ান নিয়ে॥
মন নিয়ে আমি
পুরুষ : মন নিয়ে আমি লুকোচুরি খেলা খেলি প্রিয়ে।
স্ত্রী : ধরিতে পার না পেতে তাই প্রেম ফাঁদ –
মনে পড়ে আজ
মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা –
আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা॥
মনে পড়ে আজও সেই নারিকেল কুঞ্জ
মনে পড়ে আজও সেই নারিকেল-কুঞ্জ গুবাক্ তরুর ঘন-কেয়ারি
বালুচর, বেত-বন, দেখা হ’ত দুইজন, মন হ’ত উন্মন দোঁহারি॥
মনে যে মোর মনের ঠাকুর
মনে যে মোর মনের ঠাকুর তারেই আমি পূজা করি,
আমার দেহের পঞ্চভূতের পঞ্চপ্রদীপ তুলে ধরি॥
মম তনুর ময়ূর সিংহাসনে
মম তনুর ময়ূর-সিংহাসনে এসো রূপকুমার ফর্হাদ।
(মোর) গুম যবে ভাঙিল, প্রিয়, গগনে ঢলিয়া পড়িল চাঁদ॥
মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপকুমার কবি
নাটক : ‘মদিনা’
মম তনুর ময়ূর সিংহাসনে এসো রূপকুমার কবি নৌজোয়ান।
মম প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা
(মম) প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা (হায়)।
ক্ষণে ভালোবাসা হায় ক্ষণে অবহেলা॥
মম প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা হায়
মম প্রাণ নিয়ে নিঠুর খেল এ কি খেলা (হায়)।
ক্ষণে ভালোবাসা হায় ক্ষণে অবহেলা॥
মম প্রাণ শতদল
মম প্রাণ-শতদল হোক প্রণামী-কমল (ওগো) তব চরণে
আমার এ হৃদয় নাথ হোক তন্ময় তোমারি স্মরণে তোমারি স্মরণে॥