মরু সাহারা আজি
মরু সাহারা আজি মাতায়োরা – হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল।
যাঁহার নামে যাঁহার ধ্যানে সারা দুনিয়া দীওয়ানা, প্রেমে মশগুল॥
মসজিদে ঐ শোন্ রে আজান
মসজিদে ঐ শোন্ রে আজান, চল্ নামাজে চল্।
দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল॥
মসজিদো মে হ্যায় খোদা কে
মসজিদো মে, হ্যায় খোদা কে, মন্দিরো মে রাম হ্যায়।
মালেক হ্যায় উত্তম, মন্দিরো মে রাম হ্যায়॥
মহাকালের কোলে এসে
মহাকালের কোলে এসে গৌরী হ’ল মহাকালী,
শ্মশান-চিতার ভস্ম মেঘে ম্লান হ’ল মার রূপের ডালি॥
মহাদেবী উমারে আজি সাজাবো
মহাদেবী উমারে আজি সাজাবো হর-রমা সাজে।
মহামায়ার বুকে তাঁরি মায়ার শর দেখবো কেমন বাজে॥
মহাবিদ্যা আদ্যাশক্তি
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা।
পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা॥
মহুল গাছে ফুল ফুটেছে
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
গুনগুনিয়ে ভ্রমর এলো, ভুল করে তোর ভোলালো মন॥