মৃত্যু নাই নাই দুঃখ আছে শুধু প্রাণ
মৃত্যু নাই, নাই দুঃখ, আছে শুধু প্রাণ।
অনন্ত আনন্দ হাসি অফুরান॥
মৃত্যুর যিনি মৃত্যু
মৃত্যুর যিনি মৃত্যু, আমি শরণ নিয়াছি তাঁর।
নাই নাই মোর চিত্তে, ওরে মৃত্যুর ভয় আর॥
মৃদুল বায়ে বকুল ছায়ে
মৃদুল বায়ে বকুল ছায়ে গোপন পায়ে কে ঐ আসে,
আকাশ-ছাওয়া চোখের চাওয়া উতল্ হাওয়া কেশের বাসে॥
মেঘ বরণ কন্যা থাকে
মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্লামতীর দেশে (রে)
সেই দেশে মেঘ জল ঢালিও তাহার আকুল কেশে॥
মেঘলা মতীর ধারা
মেঘলা-মতীর ধারা-জলে কর স্নান (হে ধরণী)
স্নিগ্ধ শীতল মেঘ-চন্দনে জুড়াও তাপিত প্রাণ (হে ধরণী)॥
মেঘের হিন্দোলা দেয় পূব হাওয়াতে দোলা
মেঘের হিন্দোলা দেয় পূব-হাওয়াতে দোলা।
কে দুলিবি এ-দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥
মেরে তন্কে তুম অধিকারী
মেরে তন্কে তুম অধিকারী ও পিতাম্বরধারী।
অঞ্জলি ম্যায় দে চুকি হুঁ (উন) চারন্য পে বনওয়ারী॥
মেরে বেটে কি খালা
মেরে বেটে কি খালা – বিবি ঝাঁপ ঝপক ঝালা।
খুব উস্কো দেখা ভালা, ঢং উস্কো হে নিরালা॥
মেরে মন মন্দিরমে
মেরে মন মন্দিরমে শুনো সখিরি শোওত হায় গিরধারী।
জাগ্ জাগ কর প্রেম হামারা প্যহরা দেও দ্বারী॥
মেরে শ্রীকৃষ্ণ
মেরে শ্রীকৃষ্ণ ধরম শ্রীকৃষ্ণ করম শ্রীকৃষ্ণহি তন-মন-প্রাণ।
সবসে নিয়ারে পিয়ারে শ্রীকৃষ্ণজী নয়নুঁকে তারে সমান॥
মোদের নবী আল্আরবি
মোদের নবী আল্-আরবি সাজ্ল নওশার নওল সাজে।
সে-রূপ হেরি’ নীল নভেরই কোলে রবি লুকায় লাজে॥