মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে
মোর স্বপ্নে যেন বাজিয়েছিলে করুণ রাগিণী।
হে রূপকুমার! ঘুমিয়েছিলাম, সেদিন জাগিনি॥
মোরা এক বৃন্তে দুটি কুসুম
নাটিকা: ‘পুতুলের বিয়ে’, তাল : কাহার্বা
মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।
মোরা ঝঞ্ছার মত উদ্দাম
মোরা ঝঞ্ছার মত উদ্দাম, মোরা ঝর্নার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত সচ্ছল॥
মোরা বিহান বেলা
মোরা বিহান-বেলা উঠে রে ভাই চাষ করি এই মাটি।
যে মাটির বুকে আছে পাকা ধানের সোনার কাঠি॥
মোরা ভেসে যাব কৃষ্ণ নামের স্রোতে
মোরা ভেসে যাব কৃষ্ণ নামের স্রোতে গো
ঐ নাম ধরে গো, উঠব মোরা ব্রজধামের পথে॥
মোরে ডেকে লও সেই দেশে
মোরে ডেকে লও সেই দেশে প্রিয় যে দেশে তুমি থাক।
মোর কি কাজ জীবনে বঁধু যদি তুমি কাছে নাহি ডাক॥
মোরে পূজারী কর
মোরে পূজারী কর তোমার ঠাকুর ঘরে হে ত্রিজগতের নাথ।
মোর সকল দেহ লুটাক তোমার পায়ে (হয়ে) একটি প্রণিপাত॥
মোরে মন মন্দিরমে
মোরে মন মন্দিরমে শুনো স্যখিরি শোওত হায় গিরধারী।
জাগ জাগ কর প্রেম হামারা দেও দ্বারী॥
মোরে মেঘ যবে জল দিল না
মোরে মেঘ যবে জল দিল না, তখন তুমি আঁখিজল দিলে।
যারে ঘন বন ছায়া দিল না, তাহারে অঞ্চলে জড়াইলে॥