মওলা আমার সালাম হল
মওলা আমার সালাম হল এ সংসারের কাজে।
দ্বীন-দুনিয়ার দুই কাজে মোর থেকো হিয়ার মাঝে॥
মজনু আবার কেন বাতায়নে
মজনু : আবার কেন বাতায়নে দীপ জ্বালিলে, হায়!
আমার যে প্রাণ-পতঙ্গ ওই প্রদীপ পানেই ধায়॥
মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী
মঞ্জু মধু ছন্দা নিত্যা তব সঙ্গী।
সিন্ধুর তরঙ্গ নৃত্যের কুরঙ্গী॥
মত্তময়ূর ছন্দে নাচে
মত্তময়ূর ছন্দে নাচে কৃষ্ণ প্রেমানন্দে।
রুমু ঝুম্ঝুম্ মঞ্জীর বাজে কঙ্কণ মণিবন্ধে॥
মদনমোহন শিশু নটবর
মদনমোহন শিশু নটবর শ্যামল সুন্দর যশোদা-দুলাল
নেচে নেচে চলে মঞ্জু চরণতলে বাজে সুমধুর মণি-মঞ্জির তাল॥
মদির আঁখির সুধায়
মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার এ তুন মন
আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ।
মধুর রসে উঠ্ল ভ’রে
মধুর রসে উঠ্ল ভ’রে মোর বিরহের দিনগুলি।
হেলায় খেলায় দিবস ফুরায় অতীত স্মৃতির ফুল তুলি’॥