রংমহলের রংমশাল মোরা
রংমহলের রংমশাল মোরা আমরা রূপের দীপালি।
রূপর কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি॥
রক্ষাকালীর রক্ষা কবচ
রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে
মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥
রঙ্গিলা আপনি রাধা
রঙ্গিলা আপনি রাধা তারে হোরির রঙ্ দিও না
ফাগুনের রানী শ্যাম আর ফাগে রাঙিয়ো না॥
রসুল নামের ফুল এনেছি
রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে
এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥
রাই জাগো রাই জাগো
রাই জাগো রাই জাগো ব’লে কেঁদে কেঁদে ডাকে শুক সারি।
দেখিয়া এসেছি মথুরায় আছে মোদের মুরলী-ধারী॥
রাখাল রাজ কি সাজে সাজলে
রাখাল রাজ! কি সাজে সাজলে আমায় আজ!
আমার ঘরের ভূষণ কেড়ে নিয়ে দিলে চির-পথিক সাজ॥
রাখিসনে ধরিয়া মোরে
রাখিসনে ধরিয়া মোরে, ডেকেছে মদিনা আমায়।
আরফাত্-ময়দান হতে তারি তক্বির শোনা যায॥
রাঙা জবার বায়না
রাঙা জবার বায়না ধ’রে আমার কালো মেয়ে কাঁদে
সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে॥
রাঙা পির্হান পরে
রাঙা পির্হান প’রে শিশু নবী খেলেন পথে।
দেখে হুর-পরীরা সব লুকিয়ে বেহেশ্ত্ হ’তে॥
রাঙা মাটির পথে লো
রাঙা মাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি,
বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো,