তুমি কি নিশীথ চাঁদ

স্ত্রী : তুমি কি নিশীথ চাঁদ ভাঙাতে ঘুম
চুপি চুপি আসিলে বাতায়নে।

View

তুমি কি পাষাণ বিগ্রহ

তুমি কি পাষাণ বিগ্রহ শুধু কহ গিরিধারী কহ।
জাগিবে না তুমি? তুমি কি আমার অন্তর্যামী নহ?

View

তুমি কে গো

নাটক : ‘মধুমালা’
তুমি কে গো (কে কে কে) তুমি মোদের বন-দেবতা।

View

তুমি কেন এলে পথে

তুমি কেন এলে পথে
ঝরা মল্লিকা ভাসাইতেছিনু

View

তুমি কোন্ পথে এলে হে মায়াবী

তুমি কোন্ পথে এলে হে মায়াবী কবি
বাজায়ে বাঁশের বাঁশরি।

View

তুমি দশরথ অযোধ্যাপতি

লেটো গান :‘সিন্ধু বধ’

View

তুমি দিলে দুঃখ অভাব

তুমি দিলে দুঃখ অভাব তুমিই কর ত্রাণ
দনের বন্ধু, মঙ্গলময় শরণাত প্রাণ॥

View

তুমি দিয়েছ দুঃখ

তুমি দিয়েছ দুঃখ-শোক-বেদনা, তোমারি জয় তোমারি জয়।
ভালোবাস যারে কাঁদাও তাহারে ছলানাময়।

View

তুমি দুঃখ দিতে ভালোবাসো

লেটো গান : ‘বাবলুর মা [স্বামীর অভিশাপ]’

View

তুমি দুখের বেশে এলে বলে

তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি হরি।
দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি।

View

তুমি নন্দন পথ ভোলা

তুমি নন্দন-পথ ভোলা॥
তুমি মন্দাকিনী-ধারা উতরোলা॥

View

তুমি পিরিতি কি কর হে শ্যাম

তুমি পিরিতি কি কর হে শ্যাম তৈল মেখে গায়ে।
তাই ধ’রতে গেলে হাত পিছলে যাও হে পালায়ে॥

View

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী

তুমি প্রভাতের সকরুণ ভৈরবী।
শিশির-সজল ভোরের আকাশে ভাসে তোমারি উদাস ছবি॥

View

তুমি ফুল আমি সুতো

পুরুষ : তুমি ফুল আমি সুতো গাঁথির মালা
স্ত্রী : সহিতে হবে মোরে সুচির জ্বালা॥

View

তুমি বর্ষার ঝরা চম্পা

তুমি বর্ষার ঝরা চম্পা, তুমি যূথিকা-অশ্রুমতী।
তুমি কুহেলি-মলিন ঊষা, তুমি বেদনা-সরস্বতী॥

View

তুমি বহু জনমের সাধ মিটালে

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া।
কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া॥

View

তুমি বিদেশ যাইও না বন্ধু

তুমি বিদেশ যাইও না বন্ধু আঁধার করে পুরী।
আমি দিন গোঁয়াতে পারব না আর একলা ঘরে ঝুরি॥

View

তুমি বিরাজ কোথা হে

তুমি বিরাজ কোথা হে উৎসব দেবতা
মম গৃহ অঙ্গনে এসো সঙ্গী হয়ে আনো আনন্দ বারতা॥

View

তুমি বেণুকা বাজাও

তুমি বেণুকা বাজাও কার নাম লয়ে শ্যাম –
মোর সাধ যায় হরি আমি যদি সেই কিশোরী হইতাম॥

View

তুমি ভাগিয়াছ ভাগলুয়া

তুমি ভাগিয়াছ ভাগলুয়া দলের সাথে।
(হায় প্রিয়া!) তুমি যে ভেগেছ ভাগ্‌লুয়া দলের সাথে।

View

তুমি ভোরের শিশির

তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে।
তুমি কান্না পাওয়াও কাননকে গো ফুল-ঝরা প্রভাতে॥

View

তুমি মলিন বাসে থাক যখন

তুমি মলিন বাসে থাক যখন, সবার চেয়ে মানায়!
তুমি আমার তরে ভিখারিনী, সেই কথা সে জানায়!

View

তুমি মোর জননী

লেটো গান : ‘কর্ণ বধ’

View

তুমি যখন এসেছিলে

তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি॥

View

তুমি যতই দহ না দুখের অনলে

তুমি যতই দহ না দুখের অনলে আছে এর শেষ আছে।
আগুনে পুড়িব নির্মল হব যার চরণের কাছে॥

View

Sign in

Sign Up

Forgotten Password