গাছের তলে ছায়া

  • তাল : kaharba

গাছের তলে ছায়া

গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে –
সেই না সোঁতে এসো বন্ধু ব’স তরুতলে॥
রইবে না এ রূপ বন্ধু রইবে না এ কায়া,
অবেলাতে এলে বন্ধু পাবে না তো ছায়া।
রূপের কুসুম জলের কমল পড়বে জলে ঢলে রে (বন্ধু)॥
মালঞ্চে মোর একটি দুটি কুসুম ফোটে আজো,
সইরা আজো বলে সাঁঝে – বধূর বেশে সাজো।
মৌমাছিরা মধু নিয়ে গায়ে এলো ফিরে,
বধূর বেশে ফিরতে দেখি পড়শী বৌ-ঝিরে।
সিথিতে মোর রইল সিঁদুর, (কেউ) ডাকলো না বউ বলে॥