গগনে কৃষ্ণ মেঘ দোলে

গগনে কৃষ্ণ মেঘ দোলে – কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে।
থির সৌদামিনী রাধিকা দোলে নবীন ঘনশ্যাম সনে;

View

গগনে খেলায় সাপ

গগনে খেলায় সাপ বরষা-বেদিনী।
দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতি মেদিনী॥

View

গগনে পবনে আজি

গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
নিখিল রাঙিল রঙে অপরূপ ঢঙ॥

View

গগনে প্রলয় মেঘের

গগনে প্রলয় মেঘের মেলা জীবন-ভেলা দোলে টলমল
নীর অপার ভব পারাবার তীর না হেরে পরান বিকল

View

গগনে সঘন চমকিছে দামিনী

গগনে সঘন চমকিছে দামিনী
মেঘ-ঘন-রস রিমঝিম বরষে।

View

গঙ্গা সিন্ধু নর্মদা

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ঐ
বহিয়া চলেছে আগের মতন, কaaই রে আগের মানুষ কই॥

View

গঙ্গার বালুতটে খেলিছে কিশোর গোরা

গঙ্গার বালুতটে খেলিছে কিশোর গোরা।
চরণতলে চলে পুলকে বসুন্ধরা॥

View

গত রজনীর কথা পড়ে মনে

গত রজনীর কথা পড়ে মনে রজনীগন্ধার মদির গন্ধে।
এই সে ফুলেরই মোহন-মালিকা জড়ায়ে ছিল সে কবরী-বন্ধে॥

View

গদা ও শ্যামা আজি সেনাপতি সাজে

লেটো গান : ‘রাজা যুধিষ্ঠির’

View

গভীর ঘুম ঘোরে স্বপনে শ্যাম

গভীর ঘুম ঘোরে স্বপনে শ্যাম-কিশোরে হেরে’ প্রেমময়ী রাধা।
রাধারে ত্যজিয়া আঁধার নিশীথে চন্দ্রার সাথে বাঁধা। (শ্যাম-চাঁদ)

View

গভীর নিশীথে ঘুম ভেঙে

গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, কে যেন আমারে ডাকে –
সে কি তুমি, সে কি তুমি?

View

গভীর রাতে জাগি খুঁজি তোমারে

গভীর রাতে জাগি’ খুঁজি তোমারে।
দূর গগনে প্রিয় তিমির- ’পারে॥

View

গম্ভীর আরতি নৃত্যের ছন্দে

গম্ভীর আরতি নৃত্যের ছন্দে।
হে প্রভু! তোমারে প্রকৃতি বন্দে॥

View

গরজে গম্ভীর গগনে কম্বু

গরজে গম্ভীর গগনে কম্বু।
নাচিছে সুন্দর নাচে স্বয়ম্ভূ॥

View

গলে টগর মালা

গলে টগর মালা কাদের ডাগর মেয়ে
যেন রূপের সাগর চলে উজান বেয়ে॥

View

গহন বনে শ্রীহরি

চলচ্চিত্র : ‘ধ্রুব’, তাল : কাহার্‌বা
গহন বনে শ্রীহরি নামের মোহন বাঁশি কে বাজায়।

View

গহীন রাতে ঘুম

গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে
ফুল-হার পরায়ে গলে দিলে জল নয়ন-পাতে॥

View

গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম

গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম।
গাও দেহমন শুক সারি, গাও রে ব্রজের নরনারী

View

গাও স্যব ভারত ক্য প্যারা

গাও স্যব ভারত ক্য প্যারা।
ঝাণ্ডা উঁচা র‌্যহে হামারা॥

View

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী

গাগরী ভরণে চলে চপলা ব্রজনারী
যৌবন-লাবনি অঙ্গে বিথারি’।

View

গাঙে জোয়ার এলো ফিরে

গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে’ রই॥

View

গাছের তলে ছায়া

গাছের তলে ছায়া আছে সোঁত নদীর জলে –
সেই না সোঁতে এসো বন্ধু ব’স তরুতলে॥

View

গান গাহে মিসি বাবা

গান গাহে মিসি বাবা শুনিয়া শুধায় হাবা,
‘খুবি কাঁদে কেন বাবা, ফোঁড়া কাটিছে ওর?’

View

গান ধরে ঘটোৎকচ

গান ধরে ঘটোৎকচ
তারা খসে খচর খচ॥

View

গান ভুলে যাই

গান ভুলে যাই, মুখ পানে চাই, সুন্দর হে (সুন্দর মোর!)।
তব নয়ন পানে চাহি’ কণ্ঠের সুর কাঁপে থর থর হে (সুন্দর মোর!)॥

View

Sign in

Sign Up

Forgotten Password